তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্যাসীভিটা বাজারে অভিযান চালিয়ে ১০ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করেছে কৃষি বিভাগ। অনলাইনের মাধ্যমে ক্রয় করা কৃষি বিভাগের অনুমোদনহীন এসব সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছিল। ১০ জানুয়ারি শনিবার দুপুরে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী খুচরা সার বিক্রেতা লাবিব এগ্রো ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আবু সালেহকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ভেজাল সার তাৎক্ষণিকভাবে জনসম্মুখে বিনষ্ট করা হয়।
কৃষি বিভাগ জানায়, অধিক লাভের আশায় অভিযুক্ত ব্যবসায়ী অনলাইনে অর্ডার দিয়ে অনুমোদনহীন ভেজাল সার সংগ্রহ করে দীর্ঘদিন ধরে কৃষকদের মধ্যে বিক্রি করে আসছিলেন। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, পুলিশের সদস্য, উপসহকারী কৃষিকর্মকর্তা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান বলেন, ভেজাল সার শুধু কৃষকের উৎপাদন ব্যাহত করে না, এটি মানুষের খাদ্যনিরাপত্তার জন্যও বড় হুমকি। মানসম্মত ও নিরাপদ সার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।