বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি সত্যিকারের উদার গণতান্ত্রিক ও বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই মন্তব্য করেন।
বিএনপি'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর, তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবি এম রুহুল আমিন হাওলাদার বলেন, বিএনপি'র চেয়ারম্যান হিসেবে তারেক রহমান তার যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে, বাংলাদেশের রাজনীতি থেকে হানাহানি, প্রতিহিংসা, প্রতিশোধ পরায়নতা দূর করে ফিরিয়ে আনতে পারেন সৌহার্দ্য-প্রতিযোগিতা-ভালোবাসার রাজনীতি এই প্রত্যাশা করেন জাতীয় পার্টির নেতারা।
তারা বলেন, শুধু একটি দলের নেতা হিসেবে নয়, বাংলাদেশের সব মানুষের নেতা হিসেবে তারেক রহমান নিশ্চিত করবেন, সব মানুষের মতো প্রকাশের স্বাধীনতা।
পাশাপাশি,বাংলাদেশ যেন হয়ে ওঠে জ্ঞান-বিজ্ঞান চর্চার উর্বরভূমি- সেই ধরনের একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্বও তারেক রহমানকে দিতে হবে সামনের কাতারে থেকে। যে বাংলাদেশে হবে, সব ধর্মের অনুসারীদের তীর্থভূমি। যেখানে থাকবে না, ধর্মান্ধতা-কূপমুন্ডকতা!