তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি দেশীয় একনলা বন্দুকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জেলার ধাতিয়ারা এলাকার আব্দুস কুদ্দুসের ছেলে মো. রায়হান উদ্দিন (৩৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল বিজয়নগর থানাধীন নোয়াগাঁও বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় একজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত খাকি গ্যাবাডিন প্যান্টের পেছনের কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং জব্দকৃত অস্ত্র বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।