শিরোনাম
◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:২৪ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই লাউ বিক্রি হলো ১৮ হাজার টাকায়

সুনামগঞ্জের দিরাইয়ে বার্ষিক ওয়াজ মাহফিলে দান করা দুটি লাউ নিলামে বিক্রি হয়েছে ১৮ হাজার ২০ টাকায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল থেকে শুরু হয়ে শনিবার ফজর পর্যন্ত মাহফিল চলাকালে প্রচলিত রীতি অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদ্রাসার তহবিলের জন্য বিভিন্ন সামগ্রী দান করেন। এ সময় কাইমা গ্রামের আব্দুল লতিফ একটি লাউ দান করেন এবং পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরও একটি লাউ দান করেন। 

পরে শনিবার সকালে দানকৃত অন্যান্য জিনিসের সঙ্গে এই দুটি লাউও নিলামে তোলা হয়। নিলামে অংশ নেন একাধিক ব্যক্তি এবং দীর্ঘ দর হাঁকার পর শেষ পর্যন্ত লাউ দুটি ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়।

তবে লাউ দুটি এত দামে বিক্রি হওয়া একটি প্রতীকী ঘটনা জানিয়ে মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন জানান, মসজিদ ও মাদ্রাসার প্রতি এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতার মনোভাব সত্যিই প্রশংসার দাবি রাখে। ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আন্তরিকতা ও আবেগেরই বহিঃপ্রকাশ বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়