শিরোনাম
◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ?

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৩ রাত
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানের সামনে স্ত্রীকে নির্যাতন করে হত্যা: দুই দিনেও গ্রেপ্তার নেই, ক্ষোভে ফুঁসছে এলাকা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে নির্মমভাবে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ দাফনের পর দুই দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্ত স্বামী দুলাল মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ঘটনাটি ঘটে বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার জজু সর্দারের বাড়িতে।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে লিজা আক্তার (৩৪) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তপাতের কারনে মারা যান।

ময়নাতদন্ত শেষে শুক্রবার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। দাফনের সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহত লিজা আক্তার পূর্ণমতির পূর্বপাড়ার জজু সর্দারের বাড়ির মৃত তাজুল ইসলামের মেয়ে ও বাউল শিল্পী ইমন সরকারের বোন। তিনি তিন সন্তানের জননী। তার এক ছেলে রিফাত হোসেন (১৩), দুই মেয়ে সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)। অভিযোগ রয়েছে, মর্মান্তিক ঘটনার সময় তিন সন্তানই ঘটনাস্থলে উপস্থিত ছিল।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি দিবাগত রাতে স্বামী দুলাল মিয়া নেশার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত করে স্ত্রীকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় নিহতের মা খুকি বেগম বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে বুড়িচং থানায় ঘাতক স্বামী দুলাল মিয়া ও তার শ্বশুর আব্দুল বারেকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

দাফনের পর নিহতের মা, বোন ও এলাকাবাসীরা বিক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “দুই দিন হয়ে গেল, এখনো আসামি ধরা হয়নি। এটি শুধু একটি হত্যা নয়, এটি মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।”

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দুলাল মিয়া ও তার শ্বশুর প্রকাশ্যে পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা দৃশ্যমান নয়। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ আরও বেড়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “আমরা মামলা গ্রহণ করেছি। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আশা করছি দ্রুত তাদের আইনের আওতায় আনা যাবে।”

তবে মামলার দুই দিন পার হলেও প্রধান অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়