শিরোনাম
◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজযাত্রীদের জন্য নতুন সুবিধা চালু করল সৌদি আরব

চলতি বছরের হজ মৌসুম উপলক্ষে নুসুক হজ প্ল্যাটফর্মে ‘প্যাকেজ প্রেফারেন্স ফেজ’ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই ধাপটি মূলত ডাইরেক্ট হজ প্রোগ্রামের আওতাভুক্ত দেশগুলোর হজযাত্রীদের জন্য প্রযোজ্য।

শনিবার (১০ জানুয়ারি) আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে আগ্রহী হজযাত্রীরা বিভিন্ন সেবামূলক প্যাকেজ পর্যালোচনা করতে পারবেন। সেবার মান, প্যাকেজের বিষয়বস্তু ও ব্যয়ের ভিত্তিতে তুলনা করে সর্বোচ্চ পাঁচটি পছন্দের প্যাকেজ নির্বাচন করার সুযোগ থাকবে। এর ফলে আনুষ্ঠানিক বুকিং শুরুর আগেই যাত্রীরা সচেতন ও সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারবেন।

একই সঙ্গে এই প্রক্রিয়ার মাধ্যমে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও আগাম ধারণা পাবে, যাতে তারা হজ মৌসুমের প্রস্তুতি আরও কার্যকরভাবে সম্পন্ন করতে পারে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নুসুক হজ প্ল্যাটফর্মে হজ ব্যবস্থাপনাকে সহজ ও ডিজিটাল করার জন্য বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্যাকেজ তুলনার টুল, জনপ্রিয়তা নির্দেশক, ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে কিস্তিতে অগ্রিম জমা দেয়ার সুযোগ এবং অনুমোদিত সেবা প্রদানকারীদের তালিকায় প্রবেশাধিকার।

যোগ্য হজযাত্রীদের নুসুক হজ প্ল্যাটফর্মে নিবন্ধন বা পূর্বের তথ্য হালনাগাদ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে ব্যক্তিগত সব তথ্য সঠিকভাবে পূরণ করা এবং যেসব পরিবারের সদস্য হজ পালন করবেন, তাদের তথ্য যুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে, যাতে যাচাই প্রক্রিয়া সহজ হয় এবং অনুমোদন দ্রুত পাওয়া যায়।

এছাড়া মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, ডাইরেক্ট হজ প্রোগ্রামের আওতাভুক্ত দেশগুলোর জন্য নুসুক হজই একমাত্র অনুমোদিত সরকারি প্ল্যাটফর্ম। কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে হজসংক্রান্ত লেনদেন থেকে বিরত থাকার জন্য হজযাত্রীদের সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সব ধরনের অগ্রিম জমা ও বুকিং অবশ্যই নুসুক হজ প্ল্যাটফর্মের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। এর ফলে প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে এবং হজযাত্রীদের অধিকার সুরক্ষিত থাকবে।

ডাইরেক্ট হজ প্রোগ্রামের অন্তর্ভুক্ত দেশগুলোর বিস্তারিত তথ্য নুসুকের ওয়েবসাইটে পাওয়া যাবে। অন্যান্য দেশের ক্ষেত্রে নিজ নিজ অনুমোদিত চ্যানেল অনুযায়ী হজ কার্যক্রম পরিচালিত হবে।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়