শিরোনাম
◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ ◈ আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি ◈ ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ ◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ ক্রিকেটার মঈন আলীর চোখে বাংলাদেশের পরবর্তী সুপার স্টার রিশাদ‌ হো‌সেন

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের রিশাদ হোসেন অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলছেন। একই সময়ে বিপিএল চললেও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন টাইগার এ স্পিনার। রিশাদের বিগ ব্যাশে খেলার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসা মঈন আলী।

শনিবার সিলেটে গণমাধ্যমের সাথে কথা বলেছেন মঈন। সেখানে রিশাদের বিগ ব্যাশে খেলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, তার ক্ষেত্রে এখন বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত সঠিক। সেখানে সে আরও বেশি শিখবে, আর সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো হবে। কারণ সে লেগ স্পিনার, তরুণ প্রতিভাবান।

মঈন আরও বলেন, ‘আমার মনে হয়, সে (রিশাদ) বাংলাদেশে পরবর্তী বড় খেলোয়াড় হবে। সে দারুণ বোলার। সে এখন নিজের জায়গা তৈরি করছে… তাকে নিজের নাম তৈরি করতে হবে।

বাংলাদেশের প্লেয়ার হিসেবে বিপিএল মিস করা দুঃখজনক বলেও মনে করেন মঈন। কিন্তু বিগ ব্যাশে খেলা রিশাদের জন্য ভালো মন্তব্য করেছেন তিনি। সেই সাথে তিনি আরও যোগ করেছেন, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্যও ভালো।

মঈন বলেন, 'বিপিএল মিস করা দুঃখজনক, কিন্তু আমার মনে হয় এটা তার জন্য ভালো, আর বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো।'

বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী সুপারস্টার কে—এই প্রশ্নে কোনো দ্বিধা ছাড়াই মঈন আলী বলেন, ‘আমি মনে করি, রিশাদই একজন। অবশ্যই। ভালো খেলোয়াড় আছে, ভালো তরুণ খেলোয়াড় আছে, কিন্তু আমার মনে হয় সে-ই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়