শিরোনাম
◈ তিন দফা দাবিতে আবারও শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের (ভিডিও) ◈ চীনের উত্থান, ভারতের পতন: বাংলাদেশিদের ক্রেডিট কার্ড খরচে ভূরাজনৈতিক প্রভাব ◈ হাসনাতকে কটুবাক্য বলার কারণ জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ রুমিন ফারহানা একাই যা করেছেন বিএনপির একশ নেতাও সেটা পারেননি, বললেন গোলাম মাওলা রনি (ভিডিও) ◈ বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠতা আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণ: ভারতের জন্য বাড়ছে উদ্বেগ ◈ মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদল, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ়ের প্রত্যাশা ◈ কুয়াকাটার বঙ্গোপসাগরের চর ধূলাসার, আবারও ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ ◈ এ‌শিয়ান কা‌পের প্রস্তু‌তি নি‌তে অক্টোবরে থাইল্যান্ডের বিরু‌দ্ধে দু‌টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশের পরিস্থিতি বদলে দিচ্ছে আঞ্চলিক গতিশীলতা: মেঘালয়ের মুখ্যমন্ত্রী ◈ আলোচনা ছাড়াই ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের নজিরবিহীন সিদ্ধান্তে ক্ষোভ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২২, ১০:৩৯ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২২, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ দিনের বেশি জেদ বা অভিমান করে সম্পর্কহীন অবস্থায় থাকা ইসলামে নিষিদ্ধ

ইসলাম ডেস্ক: জেদ বা অভিমান করে কথা না বলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম এটিকে সমর্থন করে না। ব্যক্তিগত পরিবারিক কিংবা সামাজিক জীবনে রাগ-জেদ, মান-অভিমান ও ঝগড়া-বিবাদ হয়ে থাকে। শান্তির লক্ষ্যে নির্ধারিত সময়সীমার মধ্যেই তা মিটিয়ে ফেলা সুন্নাত ও কল্যাণের কাজ। কিন্ত এ জেদ-অভিমান কতদিন অব্যাহত রাখা যাবে? এ সম্পর্কে ইসলামের দিকনির্দেশনাই বা কী?

অভিমান তিন দিনের বেশি নয়। পারস্পরিক দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দিতা কিংবা ঝগড়াকে ইস্যু বানিয়ে দিনের পর দিন জেদ-অভিমান করে কথা না বলা অব্যাহত রাখা যাবে না। দুনিয়ার জীবনে চলতে গেলে কোনো না কোনো কারণে দ্বন্দ্ব, ঝগড়া, রাগ কিংবা প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। আর এ থেকেই সৃষ্টি হয় জেদ ও অভিমান। এসব ক্ষেত্রে ৩ দিনের বেশি জেদ বা অভিমান করে সম্পর্কহীন অবস্থায় থাকা ইসলামে নিষিদ্ধ। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিষয়টি সুস্পষ্ট করেছেন। কী এসেছে হাদিসে?

হজরত আবু আইউব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো মুসলিমের পক্ষে তার কোনো ভাইয়ের সঙ্গে তিনদিনের বেশি এমনভাবে সম্পর্কচ্ছেদ করে থাকা বৈধ নয় যে, তাদের দুইজনের দেখা সাক্ষাৎ হলেও একজন এদিকে, আরেকজন অন্যদিকে তাদের চেহারা ঘুরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথম সালাম করবে।’ (বুখারি)

এ হাদিসের আলোকে বিষয়টি সুস্পষ্ট যে, তিনদিনের বেশি জেদ বা অভিমান করে সম্পর্কহীন থাকা যাবে না। তিন দিনের বেশি অভিমান করা যাবে না। নির্ধারিত দিনের মধ্যেই সালাম বিনিময়ের মাধ্যমে স্বাভাবিক সুসম্পর্ক তৈরি করার দিকনির্দেশনাই দেয় ইসলাম। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটিই ঘোষণা দিয়েছেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী ৩ দিনের মধ্যে অভিমান থেকে বের হয়ে আসার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়