শিরোনাম
◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন: শফিকুল আলম ◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান: সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী ◈ জুলাই যোদ্ধাদের দাবিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ ◈ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশ-‘জুলাই যোদ্ধা’ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া (ভিডিও) ◈ ৫ বছর মেয়াদি পরিকল্পনা গাজা পুনর্গঠনে, ব্যয় ৬৭ বিলিয়ন ডলার ◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৪৫ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব মোর্শেদ: মুফতি ইব্রাহীমকে মুুক্তি দেয়া হউক

মাহবুব মোর্শেদ: মুফতি কাজী ইব্রাহীম আমার পছন্দের মানুষ না। তবে এটা ঠিক, নানা সময়ে তার কথাবার্তায় আমি মজা পেয়েছি। তার হাস্যকর কথাগুলো একজন পশ্চাৎপদ কুসংস্কারাচ্ছন্ন হুজুরের অজ্ঞতাপ্রসূত বলে মনে হয় না। বরং মনে হয়, তিনি কিছু ক্ষেত্রে সৃজনশীল উদ্ভট চিন্তা করতে পছন্দ করেন। তার কথাবার্তা কিছুটা ফিকশনাল। আমি ভেবেছিলাম, ধর্মীয় জগতে তার তেমন প্রভাব নেই। ইদানিং ফেসবুক ও ইউটিউবে নতুন হাজির হওয়া এনটারটেইনার হুজুরদের একজন তিনি। উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হওয়া যাদের লক্ষ্য। কিন্তু তিনি আটক হওয়ার পর কিছু স্টেটাস দেখে মনে হচ্ছে, তিনি যথেষ্ট সম্মানিত ব্যক্তি ছিলেন।

নির্ভরযোগ্য আলেম হিসেবে তাকে অনেকে পছন্দ করেন। এখন আমার প্রশ্ন হলো, তিনি যদি সম্মানিত ও নির্ভরযোগ্য আলেমই হবেন তবে এমন সব উদ্ভট তত্ত¡ ও তথ্য দিতেন কেন? এসব করে তিনি কি আলেমদেরই হাস্যাষ্পদ করে তুলতেন না? যাই হোক, মুফতি ইব্রাহীমের মতো লোককে আটক করাটা সুবিবেচনাপ্রসূত মনে হয় না। তাকে ক্ষতিকর মনে করে আটক করলে আরও বহু সোশ্যাল এনটারটেইনারকে আটক করতে হয়। আজকের যুগে মুফতি ইব্রাহীমের উদ্ভট কথায় কেউ প্রভাবিত হয় বলে মনে হয় না। ফলে, তার বক্তব্যগুলোকে অপরাধ মনে করা একটু কঠিন। মুফতি ইব্রাহীমকে মুুক্তি দেয়া হউক। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়