শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈলে ডাকাতি স্বর্ণ ও নগদ টাকা লুট, আহত এক

খুরশিদ আলম: [২] চলমান কঠোর লকডাউনের মধ্যে ঠাকুরগাঁও রাণীশংকৈলে গত বুধবার দিবাগত রাতে এক বাড়ীতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ীটির এক নারী সদস্যকে গুরুতর আহত করে ঘরের দরজা ও আলমারীর ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

[৩] ঘটনাটি বুধবার দিবাগত রাতে উপজেলার বাচোর ইউনিয়নের বিলপাড়া গ্রামের ফল ব্যবসায়ী আকবর আলীর বাড়ীতে ঘটেছে। ঘটনাস্থল থানা পরিদর্শক এস এম জাহিদ ইকবাল পরির্দশন করেছেন।

[৪] আকবর আলী জানান, গত রাতে তার তিন মেয়ে এক ছেলে ও তারা স্বামী স্ত্রীসহ রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মধ্যে রাতে কেউ তাদের বাড়ীতে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করেছে এমন বুঝতে পেরে তার বড় মেয়ে আশা (১৪) তার ঘর থেকে বেরিয়ে দেখে দুজন মানুষ তাদের বাড়ীতে। এ সময় সে চিৎকার দিতে চাইলে তার মুখ চেপে ধরে পাশের খড়ি ঘরে হাত পা বেধে এবং শরীরে বেদড়ক আঘাত করে মাটিতে ফেলে রেখে। ঘরে প্রবেশ করে আলমারীর ড্রয়ারের তালা ভেঙে নগদ ৪ লাখ ৮৫ হাজার টাকা ও ১ ভরি ওজনের হাতের দুটি বালা নিয়ে তারা পালিয়ে যায় ডাকাত দলের দূবৃত্তরা। পরে মেয়েটি কোনো রকমে মাটিতে লুটিয়ে এবং গড়িয়ে তার বাবা মায়ের ঘরের দরজার কাছে গিয়ে চিৎকার দিলে তারা দরজা খুলে মেয়ের এমন অবস্থা দেখে চিৎকার দেয়। পড়ে অন্যান্য ঘরগুলোর দরজা ভাঙা এবং আলমারীর ড্রয়ারে তালা ভাঙাসহ ঘর এলোমেলো অবস্থায় থাকতে দেখে তারা। বর্তমান আহত মেয়েটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় ১৪টি সেলাই দেওয়া হয়েছে বলে তার পিতা আকবর আলী সাংবাদিকদের জানিয়েছেন।

[৫] থানা পরির্দশক এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে বলেন, বিষয়টি আমরা গুরত্ব সহকারে দেখছি।ঘটনাটির মামলা হবে।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়