জিল্লুর রয়েল: [২] করোনাভাইরাস সংক্রমণরোধে ৩ হাজার মাস্ক বিতরণ করলেন বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান। ১০ এপ্রিল বিকেল ৩ টায় নন্দীগ্রাম পৌর শহরের পুরাতন বাজারসহ ৯টি ওয়ার্ডে তিনি মাস্ক বিতরণ করেন।
[৩] এ সময় সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারও চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন, জুলফিকার আলী, শাহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম অপু ও আবু সাঈদ মিলন প্রমুখ।
[৪] নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, করোনাভাইরাস মোকাবিলায় সবধরণের প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। জনগণকে সচেতন করার পাশাপাশি সহায়তা অব্যাহত থাকবে। স্বাস্থ্যাবিধি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্পাদনা: সাদেক আলী