হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের সালথায় উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারী) বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
[৩] উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, উপজেলায় সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গীবাদ, স্থানীয় পর্যায়ে দাঙ্গা-হাঙ্গামা নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনকে সহযোগিতা করলে সমাজ থেকে সকল রকম অপরাধ দমন করা যাবে। তাই সকলে আন্তরিক হয়ে একত্রে কাজ করতে হবে।