শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিসিবির প্রধান নির্বাহী বললেন, ২০২২ সালে এশিয়া কাপ হবে পাকিস্তানে

স্পোর্টস ডেস্ক : [২] করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের এশিয়া কাপ বাতিল করতে হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান দাবি করেছেন, ২০২১ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, আর ২০২২ সালে পাকিস্তানে হবে এশিয়া কাপ।

[৩] ২০২০ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু মারণ ভাইরাসের কারণে এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট এক বছরের জন্য স্থগিত করা হয়। ২০২১ সালের জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এবং একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন ২০২২ সালে পাকিস্তানে বসবে এশিয়া কাপের আসর।

[৪] গত সপ্তাহে হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনলাইন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়াসিম খান দাবি করেন। তিনি বলেন, আগামী জুনে এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। আর আমরা ২০২২ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছি।

[৫] এদিকে ২০০৯ সালে শ্রীলঙ্কা টিম বাসে হামলার পর থেকে পাকিস্তানে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। সম্প্রতি আবার পাকিস্তানের মাটিতে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। জিম্বাবোয়ে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা পাকিস্তান সফরে গিয়েছে।

[৬] ২০২০ সালের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় বোর্ড বিসিসিআই পরিষ্কার জানিয়ে দেয় পাকিস্তানে গিয়ে তারা খেলবে না। ২০২২ সালে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কিনা তা নিয়ে সংশয় থাকছে। সেক্ষেত্রে হয়তো আরব আমিরাতে হতে পারে ২০২২ সালে এশিয়া কাপ। - জি নিউজ/ ইন্ডিয়ানএক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়