শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিসিবির প্রধান নির্বাহী বললেন, ২০২২ সালে এশিয়া কাপ হবে পাকিস্তানে

স্পোর্টস ডেস্ক : [২] করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের এশিয়া কাপ বাতিল করতে হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান দাবি করেছেন, ২০২১ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, আর ২০২২ সালে পাকিস্তানে হবে এশিয়া কাপ।

[৩] ২০২০ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু মারণ ভাইরাসের কারণে এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট এক বছরের জন্য স্থগিত করা হয়। ২০২১ সালের জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এবং একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন ২০২২ সালে পাকিস্তানে বসবে এশিয়া কাপের আসর।

[৪] গত সপ্তাহে হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনলাইন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়াসিম খান দাবি করেন। তিনি বলেন, আগামী জুনে এশিয়া কাপ হবে শ্রীলঙ্কায়। আর আমরা ২০২২ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছি।

[৫] এদিকে ২০০৯ সালে শ্রীলঙ্কা টিম বাসে হামলার পর থেকে পাকিস্তানে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। সম্প্রতি আবার পাকিস্তানের মাটিতে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। জিম্বাবোয়ে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা পাকিস্তান সফরে গিয়েছে।

[৬] ২০২০ সালের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় বোর্ড বিসিসিআই পরিষ্কার জানিয়ে দেয় পাকিস্তানে গিয়ে তারা খেলবে না। ২০২২ সালে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে কিনা তা নিয়ে সংশয় থাকছে। সেক্ষেত্রে হয়তো আরব আমিরাতে হতে পারে ২০২২ সালে এশিয়া কাপ। - জি নিউজ/ ইন্ডিয়ানএক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়