শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ১

মো.ইকবাল হোসেন: [২] গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আলী আহমদ (৫৫)। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের খোদ্দ কেঁওচিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায়। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের খোদ্দ কেঁওচিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাঁকে গ্রপ্তার করে পুলিশ।

[৩] পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাতে ওই মেয়েশিশু (১২) আলী আহমদের বাড়িতে তাঁর পুত্রবধূর সঙ্গে ঘুমিয়েছিল। রাত তিনটার দিকে আলী আহমদ পুত্রবধূর কক্ষে ঢুকে শিশুটিকে যৌন হয়রানি করেন।

[৪] একপর্যায়ে ওই মেয়েশিশুটি চিৎকার দিয়ে উঠলে পুত্রবধূ ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় আলী আহমদ ওই কক্ষ থেকে দ্রুত বের হয়ে যান।

[৫] মঙ্গলবার রাতে ওই মেয়েশিশুর মা আলী আহমদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর মঙ্গলবার রাতেই তাকে গ্রেপ্তার করেন।

[৬] সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আলী আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়