শিরোনাম

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাথরঘাটায় ট্রলার থেকে ২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্ট: বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদী ও বলেশ্বর নদের মোহনায় ইঞ্জিনচালিত একটি ট্রলার থেকে ২১টি অস্ত্র ও ১০টি ছুরি জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। তবে কাউকে আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) মধ্য রাতে বলেশ্বর নদ ও বিষঘালী নদীর মোহনার লালদিয়ার চর এলাকায় একটি ট্রলারে অভিযান চালানো হয়। অভিযানে ট্রলারে মাছের ককসিটের ভেতর থেকে সাতটি দেশীয় পিস্তল, ১৪টি একনলা বন্দুক (পাইপগান) ও ১০টি ছুরি জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে, ডাকাত দল ডাকাতি করার জন্যই সঙ্গবদ্ধ হচ্ছিল। জব্দ ট্রলার ও অস্ত্র সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। সূত্র: বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়