আসিফুজ্জামান পৃথিল: [২] বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট আসলে একটি প্রপাগাণ্ডা মেশিন হিসেবে এসব সফরকে ব্যবহার করতে চান। তিনি দেখাতে চাচ্ছেন, তিনিই সঠিক, করোনা অতিমহামারী সামান্য সর্দিকাশির চেয়ে বেশি কিছু নয়। সিএনএন
[৩] কোনও ধরনের প্রমাণ না দিয়ে রোববার ট্রাম্প দাবি করেছেন, তিনি সম্পূর্ণভাবে করোনা নেগেটিভ। সোমবার রাতে (বাংলাদেশ সময় মঙ্গলবার) তিনি ফ্লোরিডায় অসুস্থ হবার পর প্রথম জনসভা করবেন। বিশেষজ্ঞরা আরেকটি অতি সংক্রামক অনুষ্ঠানের শঙ্কা করতে ইতোমধ্যেই শুরু করেছেন। ফক্স
[৪] ফক্স টিভির সানডে মর্নিং ফিচার অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি এখন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আমি এখন লড়াইয়ের জন্য প্রস্তুত।’ তিনি এই অনুষ্ঠানে দাবি করেন, তিনি খুব ভালো মানুষ তাই তার কাছ থেকে ফ্লোরিডার অনুষ্ঠানে ভাইরাস ছড়াবে না। ফক্স
[৫] শুধু ফ্লোরিডাই নয়, চলতি সপ্তাহেই পেনসেলভিনিয়া, আইওয়া এবং নর্থ ক্যারোলিনাতে নির্বাচনী সমাবেশ করার কথা রয়েছে ট্রাম্পের। তিনি বলছেন কোভিড-১৯ তার কোনও ক্ষতিই করতে পারেনি। সুতরাং এই সভাগুলো বাতিলের কোনও কারণই নেই।