শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস তাসনিম জারার

বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি গ্যাসসহ সব সংকট সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন ঢাকা- ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর খিলগাঁও মডেল কলেজে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব আশ্বাস দেন।

এর আগে, সকালে দাশেরকান্দি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় নামেন ডা. তাসনিম জারা। প্রচারণা শেষ করে দুপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ইশতেহার তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থা আধুনিক করতে এই আসনের প্রতিটি স্কুলে ল্যাব ও লাইব্রেরি চালু করা হবে। স্বাস্থ্যসেবা বাড়াতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলো শক্তিশালী করা হবে। ঢাকা-৯ আসনের অন্যতম সমস্যা মাদক নিরসনে উদ্যোগ নেয়া হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

মাদকাসক্তদের মাদক নিরাময়ের জন্য সহযোগিতা করা হবে বলেও জানান ডা. তাসনিম জারা।

ইশতেহার ঘোষণার আগে তাসনিম জারা বলেন, ‘ঢাকা-৯ এই শহরের প্রাণ, কিন্তু আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়। আমরা গুলশান-বনানীর সমান ট্যাক্স দেই, সমান বিল দেই কিন্তু সেবা পাই তৃতীয় শ্রেণির। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, তারপর উধাও হয়ে যান। রাষ্ট্র আমাদের কেবল রাজস্ব আদায়ের উৎস মনে করে। টাকা নেয়ার সময় আছে, কিন্তু সেবা দেয়ার সময় নেই।’

তাসনিম জারা আরও বলেন, ‘আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এই এলাকার মেয়ে। আমার কথা একেবারেই পরিষ্কার, ঢাকা-৯ এর অবহেলার দিন শেষ। আমরা সমান ট্যাক্স দেই, আমাদের অধিকারও সমান। আমাদের ন্যায্য পাওনা আমরা বুঝে নেব।’

এরপর ছয়টি সমস্যা ও তার সমাধান বাতলে নিজের ইশতেহার পড়েন জারা।

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইশতেহার প্রকাশ করেন জারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়