হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ইসলাম পালন করার বিষয়, বিক্রি করার কোনো বস্তু নয়। যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তারা গুনাহের কাজ করছে।
তিনি বলেন, আমরা দ্বীন ইসলামে বিশ্বাসী। নগরকান্দা-সালথা অবশ্যই শরিয়াহ মোতাবেক পরিচালিত হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। একই সঙ্গে এই জনপদে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে—এটাই আমাদের অঙ্গীকার।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের হানিফ মণ্ডলের বাড়িতে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে একটি বিশেষ দলকে ইঙ্গিত করে শামা ওবায়েদ ইসলাম অভিযোগ করেন, আমাদের কানে আসছে—কিছু লোক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর চাইছে। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করছি, ভোটার আইডি কার্ড আপনাদের ব্যক্তিগত ও গোপন সম্পত্তি। বাংলাদেশ সরকার ছাড়া অন্য কেউ এটি চাইলে তা সম্পূর্ণ বেআইনি। কাউকে কোনোভাবেই দেবেন না।
তিনি আরও বলেন, যদি কেউ এ ধরনের তথ্য চাইতে আসে, তাহলে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী বা পুলিশকে খবর দেবেন। এটা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র। আপনারা কোনোভাবেই এই ফাঁদে পা দেবেন না।
স্থানীয় বিএনপি নেতা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, আরকেএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হানিফ মণ্ডল, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু এবং রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মণ্ডলের পুত্র টগর মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উঠান বৈঠক শেষে শামা ওবায়েদ ইসলাম রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম গিয়াস উদ্দিন মণ্ডলের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।