আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ আদিবাসী কৃষক।
শনিবার (৩১ জানুয়ারী) ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা। এঘটনায় গুরুতর আহত হয়েছে একজন। নিহতরা হলেন, সঞ্চু উড়াও, বিপুল পাহান, বিরেন পাহান, ভ্যান চালক উজ্জ্বল পাহান, বিপ্লব পাহান ও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ভ্যান চালক সমান্ত পাহান। জানা গেছে সকলের বাড়ি মহাদেবপুর উপজেলার নুরপুর, ইউনিয়ন-এনায়েতপুর গ্রামে।
নিহত সকলেয় দিনমজুর আদিবাসী কৃষক। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সকলের বাড়ি উপজেলা নূরপুর গ্রামে। প্রিয়জনকে হারিয়ে নূরপুর আদিবাসী পল্রীতে চলছে শুকের মাতন। আর তাদের পরিবারের সবাই ট্রক চালকদের বিচার চাই। এই ট্রাক চালকদের কারণে অনেকে এই রকম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান। পরে তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, শনিবার সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হয়নি। তবে সুযোগ বুঝে নিহত পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকচালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসন কঠোর ভূমিকা রাখবে।