শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ আদিবাসী কৃষক নিহত, আদিবাসী পল্রীতে চলছে শোকের মাতন

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ আদিবাসী কৃষক।

শনিবার (৩১ জানুয়ারী) ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা। এঘটনায় গুরুতর আহত হয়েছে একজন। নিহতরা হলেন, সঞ্চু উড়াও, বিপুল পাহান, বিরেন পাহান, ভ্যান চালক উজ্জ্বল পাহান, বিপ্লব পাহান ও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ভ্যান চালক সমান্ত পাহান। জানা গেছে সকলের বাড়ি মহাদেবপুর উপজেলার নুরপুর, ইউনিয়ন-এনায়েতপুর গ্রামে।

নিহত সকলেয় দিনমজুর আদিবাসী কৃষক। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সকলের বাড়ি উপজেলা নূরপুর গ্রামে। প্রিয়জনকে হারিয়ে নূরপুর আদিবাসী পল্রীতে চলছে শুকের মাতন। আর তাদের পরিবারের সবাই ট্রক চালকদের বিচার চাই। এই ট্রাক চালকদের কারণে অনেকে এই রকম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান। পরে তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, শনিবার সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হয়নি। তবে সুযোগ বুঝে নিহত পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকচালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসন কঠোর ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়