নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: সারা দেশে সিনেমা হলের সংখ্যা কমে এলেও মানিকগঞ্জের নবীন সিনেমা হল নিয়মিত চালু রয়েছে। তবে সম্প্রতি হলটি নিয়ে নানা অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হচ্ছে, সিনেমা প্রদর্শনের আড়ালে সেখানে অসামাজিক কার্যকলাপ ঘটছে। সূত্র: একুশেটিভি
স্থানীয় সূত্র ও ভিডিও অনুসন্ধানে জানা গেছে, হলে আগত দর্শনার্থীদের একটি বড় অংশ সিনেমা দেখার উদ্দেশ্যে নয়, বরং ব্যক্তিগত সময় কাটানোর জন্য সেখানে প্রবেশ করেন। অনেক দর্শনার্থীই হলে প্রদর্শিত সিনেমার নাম পর্যন্ত বলতে পারেন না।
অভিযোগ রয়েছে, যেখানে সাধারণ টিকিটের নির্ধারিত মূল্য ৫০ টাকা, সেখানে দর্শনার্থীদের কাছ থেকে ৩৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বাড়তি অর্থের বিনিময়ে দর্শনার্থীরা হলের ভেতরে তুলনামূলক গোপন পরিবেশ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে শুরুতে নবীন সিনেমা হল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও পরে তারা স্বীকার করেন, সিনেমা চলাকালীন ভিআইপি গ্যালারিতে অনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকতে পারে। কর্তৃপক্ষের দাবি, হলে আলাদা কক্ষ না থাকলেও গ্যালারির ভেতরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
ভিডিওতে আরও দেখা যায়, পরিচয় গোপন রাখতে অনেক দর্শনার্থী মাস্ক ব্যবহার করেন। এছাড়া হলে একাধিক বের হওয়ার পথ থাকায় কোনো সমস্যা সৃষ্টি হলে দ্রুত স্থান ত্যাগ করার সুযোগ রয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিনেমা হলটির লাইসেন্স ও পরিচালনাবিধি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সুস্থ বিনোদনের নামে এ ধরনের কার্যকলাপ সমাজের জন্য ক্ষতিকর। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে একটি নিরাপদ ও সামাজিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।