মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম আমিনুল ইসলাম (৩২)। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মীরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক আমিনুল ইসলাম একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন শাহরিয়ার এর নেতৃত্বে বলারদিয়ার এলাকার আমিনুল ইসলামের বাড়ীতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় আমিনুলের বাড়ীর গোয়ালঘরের মাটি খুড়ে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। পরে শনিবার সকালে আটক যুবককে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ সরিষাবাড়ী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া মুঠোফোনে জানান, বলারদিয়ার থেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।