এন এ মুরাদ, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রথম অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মুরাদনগর উপজেলার জাহাজপুর ইউনিয়নের গাংগাটিয়া গ্রামের মোঃ রুখ মিয়ার ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৭৫ পিস মাদক ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপরদিকে, দ্বিতীয় অভিযানে মুরাদনগর সদর ইউনিয়নের উত্তর পাড়ার লাল মিয়ার ছেলে তারু (৭০) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
৩১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং নগদ ১,১১০ টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃত দুই আসামি, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।