শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর সময় ফেরেশতারা যাদের সান্ত্বনা দেবেন

মৃত্যু এমন এক বাস্তবতা, যা কেউ এড়াতে পারবে না। তবে একজন মানুষের মৃত্যু কেমন হবে, তা নির্ভর করে তার জীবনযাত্রার ওপর। ইসলাম অনুযায়ী, বিশ্বাসীদের মৃত্যু হবে শান্তিপূর্ণ, আর পাপীদের জন্য তা হবে কষ্টদায়ক।

বিশ্বাসীদের মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআনে সুসংবাদ দেয়া হয়েছে। যখন একজন প্রকৃত মুমিন মৃত্যুর মুখোমুখি হয়, তখন ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দেন। তারা বলেন, ‘ভয় পেয়ো না, দুঃখ করো না।’
 
যারা আল্লাহকে তাদের রব হিসেবে স্বীকার করে এবং সৎপথে অবিচল থাকে, তাদের জন্য ফেরেশতাদের এই বার্তা রয়েছে। মৃত্যুর সময় তারা জানিয়ে দেন, আল্লাহ তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন।

এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন,
 
إِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْـمَلَآئِكَةُ أَلاَّ تَخَافُوْا، وَلَا تَحْزَنُوْا، وَأَبْشِرُوْ بِالْـجَنَّةِ الَّتِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ، نَحْنُ أَوْلِيَآؤُكُمْ فِيْ الْـحَيَاةِ الدُّنْيَا وَفِيْ الْآخِرَةِ، وَلَكُمْ فِيْهَا مَا تَشْتَهِيْ أَنْفُسُـكُمْ، وَلَكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ، نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِيْمٍ

অর্থ: যারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ’ এবং এরপর (তার ওপর) অবিচল থাকে, তাদের ওপর ফেরেশতারা নেমে আসবে এবং বলবে, ‘ভয় করো না, দুঃখ করো না’ বরং তোমাদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার সুসংবাদ গ্রহণ করো। দুনিয়াতে আমরাই ছিলাম তোমাদের সহচর এবং আখিরাতেও থাকবো। জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায়, আর তাতে থাকবে যা তোমরা চাইবে। এটি ক্ষমাশীল ও দয়াময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ আপ্যায়ন।’ (সুরা হামিম আস-সাজদাহ ৩০-৩২)
 
এই আয়াতে সুস্পষ্টভাবে বোঝানো হয়েছে যে, যারা সত্যের ওপর অবিচল থাকে, আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দেন এবং ফেরেশতারা তাদের সঙ্গী হয়ে যান।
  
বিশ্বাসীরা জান্নাতে যা চাবে তাই পাবে এবং তাদের সব চাওয়া পূরণ করা হবে। এটি আল্লাহর দয়া ও রহমতের একটি বিশেষ প্রতিফল। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসেবে জীবনযাপন করার তাওফিক দান করুন, আমিন। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়