সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগ কল্যাণ সমিতি–ইউএই’র ত্রি-বার্ষিক সম্মেলন ও বনভোজন। ৩১ জানুয়ারি (শনিবার) ২০২৬ ইং তারিখে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনের প্রধান পর্বে আগামী তিন বছরের জন্য ৪৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে আলহাজ্ব আকতার হোসেন রাজুকে সভাপতি এবং গাজি হেলাল মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আকতার হোসেন রাজু বলেন, “প্রবাসে থেকেও আমাদের শিকড়ের টান ভুলে গেলে চলবে না। বরিশাল বিভাগের মানুষের কল্যাণে এই সংগঠনকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সমিতির ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি মিজানুর রহমান। তিনি বলেন,
“এই সংগঠন প্রবাসে বরিশাল বিভাগের মানুষের জন্য একটি নির্ভরতার জায়গা। ঐক্য থাকলে আমরা যে কোনো সংকট মোকাবিলা করতে পারবো।”
সহ-সভাপতি মনিরুজ্জামান মজুমদার তার বক্তব্যে নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন,
“নতুন নেতৃত্ব প্রবাসী কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন,
“সংগঠনের নিয়মিত কার্যক্রম ও সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে।”
এছাড়া সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খোকন বলেন, “সদস্যদের সক্রিয় অংশগ্রহণই সংগঠনের মূল শক্তি। সবাইকে নিয়ে আমরা আগামীর পথচলা আরও গতিশীল করতে চাই।”
অনুষ্ঠান শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে অংশগ্রহণকারী অতিথি ও সদস্যদের সম্মানে আয়োজন করা হয় বনভোজন ও খাবার পরিবেশন। আনন্দঘন পরিবেশে মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান।
এই সম্মেলনের মাধ্যমে প্রবাসে বরিশাল বিভাগবাসীর পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে কল্যাণমূলক কার্যক্রম নতুন মাত্রা পাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা।