যুক্তরাজ্যের পূর্বলন্ডনের কর্মাশিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ফুড ডেলিভারির কাজ করতেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রয়েল লন্ডন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ব্যবসায়ি ফয়জুল করিমের ছেলে।
চিকিৎসকদের বরাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ।
জানা যায়, গত বছর উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্যে আসে শাকিল। আর্থিক সংকটে পড়ালেখা সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হয়ে পড়েন তিনি।
গত ১৪ জানুয়ারি, লন্ডনের কর্মাশিয়াল রোডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজা হুট করে খুলে ফেললে সাইকেল আরোহী শাকিল ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়েন। পরে পেছন থেকে আসা একটি লরি তার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
খবর পেয়ে লন্ডন পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ ৫ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৯ জানুয়ারি) মারা যান।
নিহত শাকিলের একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ আরও জানান, শাকিলের মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী করণীয় গ্রহণ করা হবে।
তিনি নিহতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রতি আহ্বান জানিয়েছেন।