শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ঐতিহাসিক ৫০ ম্যাচের ‘টিকিট’ যুক্ত হলো লর্ডসের এম‌সি‌সির লাইব্রেরিতে 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট মিউজিয়ামের স্মারক প্রকাশনা, ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকারের, ‘মেমোরেবল ম্যাচ টিকেটস’ আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মর্যাদাপূর্ণ মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) লাইব্রেরিতে। হোম অফ ক্রিকেট হিসেবে পরিচিত এই ঐতিহাসিক স্থানে বইটি অন্তর্ভুক্ত করা হয় ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে। 

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অভিষেকের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত এই বইটি লেখকের পক্ষ থেকে এমসিসি আর্কাইভ ও লাইব্রেরি ম্যানেজার অ্যালান রিসের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও ও এমসিসির পূর্ণ সদস্য শহীদুল আলম রতন এবং বিসিএসএ ইউকের সভাপতি আব্দুস সালাম। --- ডেই‌লি ক্রিকেট

‘মেনোরেবল ম্যাচ টিকেটস’, বইটি জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে বাছাই করা বাংলাদেশের ৫০টি টেস্ট ম্যাচের টিকিট স্থান পেয়েছে। মূল ম্যাচ টিকিটকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে ব্যবহার করে বইটি বাংলাদেশের টেস্ট ক্রিকেট যাত্রার এক অনন্য ভিজ্যুয়াল ও আর্কাইভভিত্তিক দলিল উপস্থাপন করেছে।

বইটি এমসিসি লাইব্রেরিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অ্যালান রিস বলেন, “মেনোরেবল ম্যাচ টিকেটস, অত্যন্ত যত্নসহকারে প্রণীত একটি বই, যা আমাদের লর্ডসের টিকিট সংগ্রহকে যুক্ত হবার পাশাপাশি এমসিসি লাইব্রেরিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে।”

তিনি আরও বলেন, “ম্যাচ টিকিটের ভিজ্যুয়াল ইতিহাস নিয়ে পাঠকদের আগ্রহ সবসময়ই বেশি থাকে এবং এই বইটি পাঠকদের মধ্যে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদী।”

বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দীর্ঘদিনের ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকার এই অর্জনকে গভীর আবেগের মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “লর্ডসের এমসিসি লাইব্রেরিতে ‘মেনোরেবল ম্যাচ টিকেটস’ অন্তর্ভুক্ত হওয়া আমার জন্য অত্যন্ত আবেগের এবং গর্বের বিষয়। এটি সেই সব বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সম্মান, যারা এই ঐতিহাসিক ম্যাচগুলোর সাক্ষী।

বইটির যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ, ১০ নভেম্বর ২০০০ থেকে এবং এতে বর্তমান সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো তুলে ধরা হয়েছে। ২০ হাজারের বেশি ক্রিকেটবিষয়ক বইয়ের সংগ্রহশালা এমসিসি লাইব্রেরিতে এই বইয়ের অন্তর্ভুক্তি গবেষক, ইতিহাসবিদ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশের টেস্ট ক্রিকেট ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়