স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার জন্য চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান। টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন অনূর্ধ্ব-১৯ দলের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ শায়ান।
এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের বিপক্ষে রোববারের ম্যাচ তো বটেই, পাকিস্তান যদি সেমি-ফাইনালে উঠতে পারে, সেখানেও খেলা হবে না ১৮ বছর বয়সী শায়ানের।
বিবৃতিতে বলা হয়েছে, ম্যাচ সিনারিও ভিত্তিক অনুশীলনে উইকেটকিপিং করার সময় এক পেসারের বল গিয়ে আঘাত করে শায়ানের নাকে। পরে হাসপাতালে নিয়ে এক্স-রে করা হলে, শায়ানের নাকে চিড় ধরা পড়ে।
আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে যথাসময়ে বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে পাকিস্তান।
ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেমি-ফাইনালের টিকিট পাওয়ার জন্য এই ম্যাচে শুধু জিতলেই হবে না, বেশ কঠিন সমীকরণও মেলাতে হবে তাদের। আর এই ম্যাচের আগেই শায়ানের ছিটকে যাওয়া তাদের জন্য বড় ধাক্কাই বটে।