শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা‌কিস্তান বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করলো

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম মিনিট মিরর।

শনিবার (৩১জানুয়া‌রি) বিশ্বকাপের জন্য প্রস্তুত করা জার্সি উন্মোচন করার কথা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির টসের পর। তবে পিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, অনিবার্য কারণে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। --- ডেই‌লি ক্রিকেট

গুঞ্জন উঠেছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণে জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এর আগে জানা গিয়েছিল, ৩০ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ ইস্যুতে নিজের অবস্থান পরিস্কার করবে পাকিস্তান। এখনও এই ব্যাপারে কিছু জানা যায়নি। তাই ধারনা করা হচ্ছে, বিশ্বকাপে খেলার অনিশ্চয়তার মধ্যে জার্সি উন্মোচন করতে চাইছে না পিসিবি।

তবে পিসিবির পক্ষ থেকে জার্সি উন্মোচনের বিষয়ে অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে পিসিবির একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা করা হবে।

বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। কিন্তু বৈশ্বিক এ টুর্নামেন্টে খেলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পাকিস্তান। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ বয়কট না করলেও, ভারত ম্যাচ বয়কট করতে পারে তারা।

আগামী ৭ জানুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় হবে বৈশ্বিক এ আসর। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়