শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৩:১১ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ অনূর্ধ্ব–১৯ নারী টুর্নামেন্টে ভুটানকে ১২–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে বাংলাদেশ অন্যতম ফেভারিট। শনিবার তাদের পথচলাটাও হয়েছে দারুণভাবে৷ নেপালের পোখরায় শনিবার ভুটানকে গোলের মালা পরিয়েছে লাল-সবুজরা।  ভুটানকে হারিয়েছে ১২-০ গোলে। হ্যাটট্রিক করেছেন মুনকি আক্তার ও তৃষ্ণা রানী ।

বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশের গোল পেতে সময় লেগেছে। ২৮ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায়। মামনি চাকমার কর্নার সরাসরি আশ্রয় নেয় জালে। অলিম্পিক গোল! ৪৩ মিনিটে ব্যবধান বাড়ে। সৌরভির ক্রসে মামনির বাড়িয়ে দেওয়া বলে তৃষ্ণা রানী আলতো টোকায় জড়িয়ে দেন জালে।


পরের মিনিটে মুনকি আক্তার তৃতীয় গোল করে ভুটানকে ম্যাচ থেকে ছিটকে দেন।একক প্রচেষ্টায় বল নিয়ে পোস্টে ঢুকে এগিয়ে আসা গোলকিপারের পাশ থেকে নিখুঁত ফিনিশ করেন মুনকি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশ চতুর্থ গোলের দেখা পায়। পূজা দাসের ক্রসে মুনকি আক্তার বলের নিয়ন্ত্রণ নিয়ে দারুণ ফিনিস করেন। ৫৪ মিনিটে তৃষ্ণা রানী জোরালো শট জাল কাঁপিয়ে পঞ্চম গোল এনে দেন। ৬ মিনিট পর তৃষ্ণা রানী হ্যাটট্রিক করেন। গোলকিপারের ওপর দিয়ে মারেন বল।

৭৩ মিনিটে এক ডিফেন্ডারের পা থেকে বল ছিনিয়ে নিয়ে দলকে সপ্তম গোল উপহার দেন আলপি আক্তার। ৮১ মিনিটে গোলকিপারকে ফাঁকায় পেয়ে মুনকি আক্তার স্কোরলাইন ৮-০ করেন। ৫ মিনিট পর আলপি আক্তার আবারও গোল করলে ব্যবধান বড় হতে থাকে। যোগ করা সময়ে মুনকি আক্তার স্কোরলাইন আরও বাড়িয়ে দেন। একটু পর অর্পিতা বিশ্বাস দলের হয়ে ১১তম গোল করেন।

একদম শেষ দিকে আলপি আক্তার গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন। ২ জানুয়ারি বাংলাদেশ পরের ম্যাচ ফেলবে ভারতের বিপক্ষে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়