শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কাজাখস্তানের রিবাকিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন পঞ্চম বাছাই এলেনা রিবাকিনা।

শনিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের নারী এককের ফাইনালে ৬-৪, ৪-৬ ও ৬-৪ গেমে জিতে শিরোপা ঘরে তোলেন কাজাখস্তানের এই তারকা।

রিবাকিনার এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এর আগে ২০২২ সালে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন তিনি।

এর আগে ২০২৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন রিবাকিনা। সেবারও শিরোপা লড়াইয়ে সাবালেঙ্কার মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে তিন সেটের ম্যাচটি জেতেন সাবালেঙ্কা। এরপর ২০২৪ সালের শিরোপাও জেতেন বেলারুশের এই তারকা। কিন্তু গত মৌসুমে এই মুকুট হারান ম্যাডিসন কিসের কাছে।

চলতি আসরে কোনো সেট না হেরে ফাইনালে ওঠেন সাবালেঙ্কা। অন্যদিকে রিবাকিনাও ফাইনালের মঞ্চে আসেন কোনো সেট না হেরে। শিরোপা লড়াইয়ে প্রথম সেট জেতেন তিনি।

তবে দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ান চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কা। তৃতীয় সেটের শুরুতে এগিয়ে যান ৩-০ গেমে। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ গেম জেতেন রিবাকিনা। এরপর ২৬ বছর বয়সী এই তারকা নিশ্চিত করেন শিরোপাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়