শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে প্রকাশ্যে এলেন আয়াতুল্লাহ খামেনি

দীর্ঘ কয়েক সপ্তাহ লোকচক্ষুর অন্তরালে থাকার পর প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার (৩১ জানুয়ারি) তেহরানের উপকণ্ঠে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে প্রার্থনায় অংশ নেন তিনি।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে খামেনির উপস্থিতিকে দেশটিতে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে স্থিতিশীলতার বার্তা হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার মধ্যে খামেনি ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নিয়েছেন—বিরোধীদের এমন দাবির প্রেক্ষাপটেই তার প্রকাশ্যে আসাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রকাশিত এই ছবি ও ভিডিও সেই জল্পনা নাকচ করতেই সামনে আনা হয়েছে।

এদিকে একই দিনে ইরানের সেনাবাহিনী প্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির কথা উল্লেখ করে হাতামি সতর্ক করে বলেন, শত্রুপক্ষ কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার পরিণতি শুধু তাদের জন্য নয়, বরং পুরো অঞ্চল ও ইসরায়েলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে।

ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, দেশটির পরমাণু প্রযুক্তি ধ্বংস করা সম্ভব নয়। শীর্ষ বিজ্ঞানীদের হত্যা করলেও এই সক্ষমতাকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

এরই মধ্যে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীসহ একটি নৌ-স্ট্রাইক গ্রুপ মোতায়েন করায় অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বর্তমানে আন্দোলন অনেকটাই স্তিমিত হলেও হতাহতের সংখ্যা নিয়ে সরকারের সঙ্গে বিরোধীদের দাবি-দাওয়ার বড় ধরনের পার্থক্য রয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের তথ্যমতে, সহিংসতায় নিহত হয়েছেন ৩ হাজার ১১৭ জন। তবে বিরোধী সূত্রগুলোর দাবি, এই সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়