শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন সর্বমিত্র

নানামুখী সমালোচনা ও বিতর্কের মুখে পদত্যাগের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। শিক্ষার্থীদের অনুরোধ এবং গঠনতান্ত্রিক জটিলতার অজুহাত দেখিয়ে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে পদত্যাগ করা শিক্ষার্থীদের সঙ্গে 'প্রতারণা'র শামিল হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান। গত বুধবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

সর্বমিত্র চাকমা জানান, সাধারণ শিক্ষার্থীরা তাকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “শিক্ষার্থীরা বলছেন এভাবে পদত্যাগ করা হবে গণবিরোধী। তারা আমাকে বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে কাজ চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন।”

পদত্যাগ না করার পেছনে গঠনতান্ত্রিক বাধার কথা উল্লেখ করলেও নির্দিষ্ট কোনো ধারার কথা স্পষ্ট করতে পারেননি তিনি। অথচ ডাকসুর গঠনতন্ত্রের ১২-এর ‘খ’ ধারায় স্পষ্টভাবে বলা আছে যে, কোনো সদস্য পদত্যাগ করলে উপ-নির্বাচনের মাধ্যমে সেই শূন্য পদ পূরণ করার বিধান রয়েছে।

গত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত এই সদস্য সম্প্রতি খেলার মাঠে একদল কিশোরকে কান ধরে উঠবস করানোর অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন। এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে তার নাম উঠে এসেছিল। পদত্যাগের ঘোষণা দিয়েও দুই দিনের মাথায় তা প্রত্যাহার করে নেওয়ায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়