শিরোনাম
◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০২:৪৩ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নেতার খুনের প্রতিবাদে মধ্যরাতে উ'ত্তাল ঢাবি (ভিডিও)

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত জামায়াত নেতার হত্যার বিচারের দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরদাহ। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে যোগ দিয়ে এ দাবি জানান তারা।

এর আগে শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা।

 পরে ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহসিন হল, মল চত্বর হয়ে টিএসসিতে এসে জড়ো হন তারা।
 
এসময় রাজু ভাস্কর্যের সামনে বক্তব্য রাখেন ডাকসুর নেতারা।
 
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, ‘খুনী আর চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা ধরে নিবো আপনারা সাংগঠনিকভাবে এসব হত্যাকাণ্ড চালাচ্ছেন।’
 
এসময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘বিএনপি এখন হয়ে গেছে চাঁদাবাজ, টেন্ডারবাজ আর সন্ত্রসীদের আঁতুড়ঘর। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ৫ আগস্টের মতোই ছাত্র-জনতা রাস্তায় নেমে আসবে।’
 
উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২) মারা গেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন। কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক চেয়ারে বসা নিয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়