শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে ডাকাত সর্দার ১৪ মামলার আসামি গ্রেপ্তার

ছনি চৌধুর, নবীগঞ্জ : [২] নবীগঞ্জে ডাকাতিসহ ১৪ মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত সর্দার আরশ আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার দেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরশ আলী উপজেলার কামিরাই গ্রামের মৃত মোজাফফর উল্যার পুত্র।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, আরশ আরশ আলী একজন দুর্ধর্ষ ডাকাত সরদার। সে অনেক ভয়ংকর ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী।

[৪] সে সিলেট বিভাগের সবকটি জেলা-উপজেলা ছাড়াও বি.বাড়িয়া-কুমিল্লা অঞ্চলে ডাকাতি কর্মকাণ্ড করে। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ৪টি, মৌলভীবাজার সদর থানায় ৪টি, হবিগঞ্জ সদর থানায় ২টি, বাহুবল থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪ মামলা রয়েছে। এরমধ্যে প্রায় সবকটি ডাকাতি মামলা। ৫টি মামলায় সে ওয়ারেন্টভূক্ত আসামি হিসেবে আত্মগোপনে ছিলো।

[৫] সর্বশেষ গত ২৩-০২-২০২০ ইং তারিখে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি উমরপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে গ্রীলের তালা ও দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে। তাদেরকে অস্ত্রের মূখে জিম্মি করে খুনের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণ, মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ওই ডাকাত দল।

[৬] পুলিশ জানায়, এ ঘটনার মূল পরিকল্পাকারী ছিলো ধৃত ডাকাত সর্দার আরশ আলী। এর আগে গ্রেফতারকৃত তার সঙ্গীয় ডাকাত নজির মিয়াও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে উমরপুরের ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আরশ আলীর নাম প্রকাশ করে। দীর্ঘদিন ধরে আরশ আলী আত্মগোপনে থেকে ডাকাতির পরিকল্পনা করতে থাকে।

[৭] গত বুধবার গভীর রাতে সে দেবপাড়া এলাকায় অবস্থান করে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নির্দেশে ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নের্তৃতে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সর্দার আরশ আলীকে গ্রেফতার করেন। পরে বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধম্যে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়