শিরোনাম
◈ এবার প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব ◈ ওয়েস্ট ইন্ডিজের বেহাল দশা, ম‌্যাচ জিত‌লো আফগা‌নিস্তান ◈ নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের কতো শতাংশ, যা জানা গেল ◈ কীভা‌বে ১৯৯১ এর নির্বাচনে বিএনপির 'বিস্ময়কর' জয় এসেছিলো ◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে ডাকাত সর্দার ১৪ মামলার আসামি গ্রেপ্তার

ছনি চৌধুর, নবীগঞ্জ : [২] নবীগঞ্জে ডাকাতিসহ ১৪ মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত সর্দার আরশ আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার দেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরশ আলী উপজেলার কামিরাই গ্রামের মৃত মোজাফফর উল্যার পুত্র।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, আরশ আরশ আলী একজন দুর্ধর্ষ ডাকাত সরদার। সে অনেক ভয়ংকর ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী।

[৪] সে সিলেট বিভাগের সবকটি জেলা-উপজেলা ছাড়াও বি.বাড়িয়া-কুমিল্লা অঞ্চলে ডাকাতি কর্মকাণ্ড করে। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ৪টি, মৌলভীবাজার সদর থানায় ৪টি, হবিগঞ্জ সদর থানায় ২টি, বাহুবল থানাসহ বিভিন্ন থানায় মোট ১৪ মামলা রয়েছে। এরমধ্যে প্রায় সবকটি ডাকাতি মামলা। ৫টি মামলায় সে ওয়ারেন্টভূক্ত আসামি হিসেবে আত্মগোপনে ছিলো।

[৫] সর্বশেষ গত ২৩-০২-২০২০ ইং তারিখে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি উমরপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে গ্রীলের তালা ও দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে। তাদেরকে অস্ত্রের মূখে জিম্মি করে খুনের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণ, মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ওই ডাকাত দল।

[৬] পুলিশ জানায়, এ ঘটনার মূল পরিকল্পাকারী ছিলো ধৃত ডাকাত সর্দার আরশ আলী। এর আগে গ্রেফতারকৃত তার সঙ্গীয় ডাকাত নজির মিয়াও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে উমরপুরের ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আরশ আলীর নাম প্রকাশ করে। দীর্ঘদিন ধরে আরশ আলী আত্মগোপনে থেকে ডাকাতির পরিকল্পনা করতে থাকে।

[৭] গত বুধবার গভীর রাতে সে দেবপাড়া এলাকায় অবস্থান করে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নির্দেশে ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নের্তৃতে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সর্দার আরশ আলীকে গ্রেফতার করেন। পরে বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধম্যে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়