মাজহারুল ইসলাম : [২] জাতীয় রোগ তত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ৪ সদস্যের প্রতিনিধি দল গতকাল সকালে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে এসব নমুনা সংগ্রহ করেছে।
[৩] জানা যায়, গত সোমবার বিকালে আইইডিসিআরের ওই প্রতিনিধি দল ঢাকা থেকে গাইবান্ধা পৌঁছায়। তারা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহ করে।
[৪] সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, ২ প্রবাসীর সংস্পর্শে থাকা পরিবারটির সদস্য ছাড়াও আরও ৮৯ জনের তালিকা করে। এরপর তাদের রক্ত, কফসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। তারা ঢাকায় ফিরে পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন দাখিল করবে। এ প্রতিবেদন পাওয়ার পর করোনা সংক্রমণের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।