শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঠিন গ্রুপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সপ্তম আসর চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ছয় দলকে দুই গ্রুপে ভাগ করে আয়োজন করা হচ্ছে এবারের আসর। বাংলাদেশ সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে।

টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলো হলো- আফ্রিকার দেশ মরিশাস, সেশেলস আইল্যান্ড, বুরুন্দি, এশিয়ার দেশ শ্রীলঙ্কা এবং গেল আসরের চ্যাম্পিয়ন ফিলিস্তিন। এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। অন্যদিকে গ্রুপ বি’তে মরিশাস, সেশেলস আইল্যান্ড ও বুরুন্দি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ- সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শিদী, স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টসের সিইও ফাহাদ এম করিম, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ফিফা কাউন্সিল মেম্বার মিস মাহফুজা আক্তার কিরন ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়