শিরোনাম
◈ নবম পে-স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের কতো শতাংশ, যা জানা গেল ◈ কীভা‌বে ১৯৯১ এর নির্বাচনে বিএনপির 'বিস্ময়কর' জয় এসেছিলো ◈ ঠেলাগাড়িতে বসে নীরবে ভিক্ষা করে কোটিপতি, আছে বহুতল ৩ বাড়ি ও মারুতি সুজুকি গাড়ি ◈ অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের হামলা, মৃত্যুর মুখে ২ তরুণ (ভিডিও) ◈ ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার ◈ ২৩ জানুয়া‌রি নয়া‌দি‌ল্লি‌তে আওয়ামী লীগের সংবাদ স‌ম্মেলন, কী উ‌দ্দে‌শে নেতারা বারবার এ‌টি কর‌ছেন?  ◈ বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে ◈ এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩ ◈ ভিন্ন কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬৭৪৮ ◈ সিরিয়ায় সাব্বাদি কারাগার থেকে পালিয়ে গেছে ১৫০০ কয়েদি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় ডাকসু ভিপি নুরের ওপর হামলা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপার উলানিয়া বন্দরে ডাকসু ভিপি নুরুল হক নুরু’র উপর হামলা করেছে যুবলীগের কর্মীরা। হামলায় নুরুসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক চিকিৎসা শেষে নুরু তার গ্রামের বাড়ি চরকাজলে চলে গেছেন বলে নিশ্চিত করেছে গলাচিপা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে যাবার জন্য ভিপি নুরু আজ বুধবার সকালে তার গ্রামের বাড়ি চরকাজল থেকে গলাচিপা আসেন। সেখান থেকে মোটর সাইকেলযোগে দশমিনা যাবার পথে উলানিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছলে উলানিয়া বন্দর যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুলের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। এ সময় নুরুসহ তার দুই ভাই ও ভগ্নিপতি মসজিদের কাছে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নুরু বাড়ি চলে যায়।

এ বিষয়ে গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ জানান, ১৫ আগষ্ট নিয়ে নেতিবাচক মন্তব্য করার কারণে স্থানীয় লোকজন তাঁকে চড় থাপ্পর দিয়েছে। তারা আসলে নুরুকে চিনতে পারেনি। আওয়ামী লীগের এলাকা হওয়ায় ১৫ আগষ্ট নিয়ে নেতিবাচক মন্তব্য করার কারণে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, হামলার খবর শুনে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে পাঠায়। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলে দাবি করেন তিনি। তিনি বলেন, তাড়া খেয়ে নুরু স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়