শিরোনাম

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৭, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৭, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের পররাষ্ট্রনীতির চূড়ান্ত ব্যর্থ : বি চৌধুরী

আল-আমীন আনাম: রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া ও চীন বাংলাদেশের পক্ষে অবস্থান না নেওয়ার জন্য সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘এটি একটি রাজনৈতিক ব্যর্থতা, মস্ত বড় পলিটিক্যাল ব্লান্ডার। যা আমাদের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির চূড়ান্ত ব্যর্থতা।’

শুক্রবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন বদরুদ্দোজা চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে ওই সভার আয়োজন করা হয়।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘যে সরকার, যে দল তার বিরুদ্ধে রাজনীতি করলে, তার বিরুদ্ধে একটি রায় দেয়, সেই রায়কে মানতে চান না এবং সেই বিচারপতিকে দেশ থেকে তাড়িয়ে দিতে চান; সেই সরকারকে অন্তত আইনের সরকার বলা যাবে না।’

বদরুদ্দোজা চৌধুরী আরো বলেন, ‘ভারত কেন আমাদের পক্ষ নিল না, চীন-রাশিয়া কেন বিরুদ্ধে বলতে যাবে? এর ব্যাখ্যা তো আমরা সরকারের কাছে জানতে চাইব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়