স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে গত বছরটা দারুণ কাটিয়েছেন টাইগার এ পেসার।
শুধু জাতীয় দলের জার্সিতে নয়, ফ্র্যাঞ্চাইজি লিগেও ব্যাটারদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন ফিজ। যার ফলস্বরূপ 'উইজডেন'- এর বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন কাটার মাস্টারখ্যাত এ পেসার। বাংলাদেশ থেকে আর কোনো ক্রিকেটার নেই এই দলে। ----- ডেইলি ক্রিকেট
ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের দুজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন উইজডেনের বর্ষসেরা একাদশে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের একজন করে ক্রিকেটার আছেন এই তালিকায়।
ওপেনার হিসেবে আছেন ভারতের অভিষেক চর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। তিন, চার ও পাঁচে যথাক্রমে দেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান ও ডোনোভান ফেরেইরা। ছয় ও সাতে টিম ডেভিড ও সুনীল নারাইন।
এরপর পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার। তারপর দুই পেসার জ্যাকব ডাফি ও মুস্তাফিজুর রহমান। এগারো নম্বরে বরুণ চক্রবর্তী।
উইজডেনের বর্ষসেরা একাদশ: অভিষেক শর্মা, ফিল সল্ট, দেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।