জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: নিখোঁজের চার দিন পর লক্ষ্মীপুরের কমলনগরে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মাতব্বর হাট মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় বল্কের নিচে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ লাশ উদ্ধার করে।
নিহত নুরুল আলম কমলনগর উপজেলার চরজগবন্ধু ইউনিয়নের জগবন্ধু গ্রামের জমাদ্দার বাড়ির বশির আহমেদের ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নুরুল আলম। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
নুরুল আলমের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা দাবি করেন, নিখোঁজের পর থেকেই তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং থানায় নিখোঁজ ডায়েরী করেন, তার মৃত্যুর পেছনে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তারা।
লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।