নিজস্ব প্রতিবেদক : বিপিএলের প্লে-অফ শুরুর আগে একের পর এক চমক উপহার দিচ্ছে সিলেট টাইটান্স। ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকসের পর স্যাম বিলিংসকে দলে ভিড়িয়েছে দলটি। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট।
এবারই প্রথম বিপিএলে এসেছে সিলেট টাইটান্স। এসেই নামী-দামী তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা। মোহাম্মদ আমিরের মতো পেসার খেলে গেছেন সিলেটের হয়ে।
বর্তমানে সিলেটের হয়ে খেলছেন মঈন আলী, ইথান ব্রুকস, সালমান ইরশাদের মতো ক্রিকেটার। ওকস ও বিলিংস দলে যোগ দেওয়ায় নিশ্চিত করেই সিলেটের শক্তি বেড়েছে বহগুনে।
পয়েন্ট তালিকার চারে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে সিলেট। এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। আগামীকাল দুপুর একটায় মুখোমুখি হবে দুই দল।
এখনো বিপিএলের শিরোপা জেতেনি সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি। অধরা শিরোপা জেতার স্বপ্নে বেশ ভালোভাবেই এগোচ্ছে সিলেট টাইটান্স।