আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়া উপজেলায় জাল পর্চা তৈরির অপরাধে বিপ্লব বিশ্বাস নামে এক ব্যক্তিকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বিপ্লব দোহাকুলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মনি বাবু বিশ্বাসের ছেলে।
সোমবার বিকালে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার ধলগ্রাম ইউনিয়ন ভুমি অফিসে অভিযুক্তকে এ দন্ডাদেশ প্রদান করেন।
আদালত সুত্রে জানা যায়, অভিযুক্ত বিল্পব দোহাকুলা ভুমি অফিসের পাশে কম্পিউটারে বিভিন্ন কাজ করে থাকে। সেখানে জমির মালিকরা নামজারি করতে আসলে কৌশলে জাল পচার্সহ বিভিন্ন কাগজ সরবরাহ করতো।
ধলগ্রাম ভুমি অফিসের উপ সহকারী ভুমি কর্মকতার্র তথ্যের ভিক্তিতে জাল কাগজ সরবরাহ চক্রের সদস্য বিপ্লবকে আটক করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, জাল পচার্ তৈরির অপরাধে বিপ্লব বিশ্বাসকে ১ মাসের জেল দেওয়া হয়েছে।