শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে ফিরছে ভোটের আস্থা, সেনাবাহিনীর তৎপরতায় স্বস্তিতে সাধারণ মানুষ

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাধারণ মানুষের মাঝে আবারও ফিরতে শুরু করেছে ভোটের আস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি এবং প্রশাসনের কঠোর নজরদারিতে উপজেলাজুড়ে সুষ্ঠু ভোটের পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে প্রত্যাশিত অবস্থানে ফিরছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সদস্যরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে।

বিশেষ করে যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে দেশীয় যানবাহন ব্যবহার করে সেনাবাহিনীর টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব এলাকায় আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকলেও বর্তমানে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

উপজেলার বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর এই তৎপরতা চলমান থাকায় পুরো এলাকায় এখন স্বস্তির আবহ বিরাজ করছে। স্থানীয় ভোটাররা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের নজরদারি অব্যাহত থাকলে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়