সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাধারণ মানুষের মাঝে আবারও ফিরতে শুরু করেছে ভোটের আস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি এবং প্রশাসনের কঠোর নজরদারিতে উপজেলাজুড়ে সুষ্ঠু ভোটের পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে প্রত্যাশিত অবস্থানে ফিরছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সদস্যরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে।
বিশেষ করে যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে দেশীয় যানবাহন ব্যবহার করে সেনাবাহিনীর টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব এলাকায় আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকলেও বর্তমানে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
উপজেলার বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর এই তৎপরতা চলমান থাকায় পুরো এলাকায় এখন স্বস্তির আবহ বিরাজ করছে। স্থানীয় ভোটাররা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের নজরদারি অব্যাহত থাকলে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।