আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) বিভিন্ন প্রচারমাধ্যমে তার এই বার্তাটি প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শুরু থেকেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো প্রচারণা চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকারের এই অবস্থানের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। সরকারের পক্ষ থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চারটি মূল যুক্তি তুলে ধরা হয়েছে। সেগুলো হচ্ছে— সরকারের সংস্কারমূলক ম্যান্ডেট বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের জরুরি প্রতিশ্রুতি, আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রক্ষা, ভোটারদের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
সরকার মনে করে, এই প্রচারণা নেতৃত্বকে স্পষ্ট ও অর্থবহ করতে সহায়তা করে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের।
এদিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’— উভয় পক্ষেই প্রচারণা চালানোর অধিকার দেশের প্রতিটি নাগরিকের রয়েছে। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার কাউকে এই প্রচারণা থেকে বিরত রাখবে না। এটি মানুষের সম্পূর্ণ নিজস্ব বিবেকবোধের বিষয়।”