শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা 

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) বিভিন্ন প্রচারমাধ্যমে তার এই বার্তাটি প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শুরু থেকেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো প্রচারণা চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকারের এই অবস্থানের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। সরকারের পক্ষ থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চারটি মূল যুক্তি তুলে ধরা হয়েছে। সেগুলো হচ্ছে— সরকারের সংস্কারমূলক ম্যান্ডেট বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের জরুরি প্রতিশ্রুতি, আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রক্ষা, ভোটারদের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

সরকার মনে করে, এই প্রচারণা নেতৃত্বকে স্পষ্ট ও অর্থবহ করতে সহায়তা করে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের।

এদিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’— উভয় পক্ষেই প্রচারণা চালানোর অধিকার দেশের প্রতিটি নাগরিকের রয়েছে। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার কাউকে এই প্রচারণা থেকে বিরত রাখবে না। এটি মানুষের সম্পূর্ণ নিজস্ব বিবেকবোধের বিষয়।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়