শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক : অদম‌্য বা‌র্সের‌লোনা টানা ১১ ম্যাচের সবকটিতেই জি‌তে‌ছে। গত সপ্তাহেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতেছে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও। এমন ছন্দে থাকা বার্সেলোনা হেরে গেছে রিয়াল সোসিয়েদাদের কাছে।

লা লিগায় রোববার ঘরের মাঠে বার্সেলোনাকে ২-১ গোলে হারায় সোসিয়েদাদ। শেষের দিকে ১০ জনের দল নিয়ে খেলে স্বাগতিকরা।

লা লিগায় টানা ৯ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর হারের মুখ দেখল বার্সেলোনা। গত নভেম্বরে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৩-০ গোলে সবশেষ হেরেছিল তারা। আর লিগে ফ্লিকের দলের সবশেষ পরাজয় ছিল অক্টোবরে, রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোয়।

২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বার্সেলোনা ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য শট নেয় ২৫টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে ৭ শটের ৬টি লক্ষ্যে ছিল সোসিয়েদাদের।

ম্যাচের ২৫ সেকেন্ডেই বার্সেলোনার জালে বল পাঠান মিকেল ওইয়ারসাবাল। তবে অফসাইডের কারণে গোল মেলেনি। সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে সোসিয়েদাদের জালে বল জড়ান ফের্মিন লোপেস। কিন্তু ভিএআর দেখে তা বাতিল করেন ফেরারি, কারণ আক্রমণের সময় স্বাগতিকদের একজনকে দানি ওলমো ফাউল করেন।

২৭তম মিনিটে জটলা থেকে বল জালে জড়ান লামিনে ইয়ামাল। কিন্তু অফসাইডের কারণে এবারও বার্সেলোনার উদযাপন মাটি হয়ে যায়।

এর চার মিনিট পর সোসিয়েদাদকে এগিয়ে দেন ওইয়ারসাবাল। বিরতির পর বদলি হিসেবে নেমে ৭০তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে বার্সেলোনাকে সমতায় ফেরান মার্কাস র‌্যাশফোর্ড। কিন্তু পরের মিনিটেই আবার এগিয়ে যায় স্বাগতিকরা।

পেদ্রিকে ফাউল করলে ৮৮তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদ মিডফিল্ডার কার্লোস সোলের। এরপর যোগ করা ৯ মিনিটেও সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়