শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গভীর রাতে ইউনাইটেড পেট্রোল পাম্পে সশস্ত্র ডাকাতি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড পেট্রোল পাম্পে সংঘটিত হয়েছে সশস্ত্র ডাকাতির ঘটনা। 

রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৪টা ৩৯ মিনিট থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে এই ডাকাতি সংঘটিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ওই সময়ে দেশীয় অস্ত্রে সজ্জিত প্রায় ১১ জন ডাকাত পেট্রোল পাম্পে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত অয়েলম্যান সিদ্দিক মিয়া ও চিত্ত দাসকে জোরপূর্বক হাত বেঁধে পাম্পের ভেতরে নিয়ে যায় এবং মারধর করে। পরে ডাকাতরা গ্রিলের তালা ভেঙে পাম্পের ক্যাশিয়ারের কক্ষে প্রবেশ করে ক্যাশ বাক্স ভাঙচুর করে। এ সময় ক্যাশ বাক্সে থাকা আনুমানিক ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এছাড়া পাম্পে উপস্থিত সহকারী ম্যানেজার সোহেল আহমেদের কাছ থেকে একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও তার মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় ডাকাতরা। একই সঙ্গে অয়েলম্যান সিদ্দিক মিয়ার ব্যবহৃত একটি মোবাইল ফোনও নিয়ে যায় তারা। ডাকাতদের প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রাথমিকভাবে ডাকাতির বিষয়ে খোঁজখবর নেয়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।”

ডাকাতির ঘটনায় পেট্রোল পাম্প এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়