শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে সাবেক এমপি ডাঃ হাবিবে মিল্লাতের বিরুদ্ধে দুদকে অভিযোগ

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: অনিয়ম ও দুর্নীতি করার অভিযোগে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল। তিনি অভিযোগ পত্রটি তার নিজ ফেসবুক পেজে পোস্ট করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার সম্পদের অনেক কিছু গোপন করেছেন। অ্যায়ারল্যান্ড, মালয়েশিয়া, লন্ডন, সিঙ্গাপুরে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। হলফনামায় যে তথ্য দিয়েছিল তার চাইতে হাজারগুন বেশী সম্পদ রয়েছে তার।

ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ২০১৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পর সরকারি টাকা আত্মসাৎ করে দেশে এবং বিদেশে তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। ফ্যাসিস্ট হাসিনার আত্মীয় হওয়ার সুবাদে সে এই অপকর্মগুলো করেছে। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য নিজে সিরাজগঞ্জে উপস্থিত থেকে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে। আন্দোলনে নিহত শহীদ সোহানুর রহমান রঞ্জু, আব্দুল লতিফ ও সুমন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী তিনি। এছাড়া কামারখন্দ উপজেলা ছাত্রলীগ নেতা বিজয় হত্যার মামলার শার্জশীট ভুক্ত আসামী ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

৪টি হত্যা মামলার আসামী হয়ে বর্তমানে সে পলাতক রয়েছেন। ডাঃ হাবিবে মিল্লাত মুন্না পলাতক শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের মেয়ে জামাতা। ফ্যাসিস্ট হাসিনার আত্মীয় হওয়ার সুবাদে ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বিদেশে তার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাচার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। একারণে তার বিরুদ্ধে যথাযথ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

এ বিষয়ে অভিযোগকারী এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল বলেন, ২০১৪ ও ২০১৮ সালে দেশে একতরফার নির্বাচনের এমপি হন ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এর মধ্যে একবার বিনা ভোটের এমপিও হয়েছেন। নির্বাচনে হলফনামায় তিনি তথ্য গোপন করেছেন। তিনি যে তথ্য দিয়েছেন তার চেয়ে হাজারগুন বেশী সম্পদ রয়েছে ডাঃ হাবিবে মিল্লাতের। দুর্ণীতির মাধ্যমে অবৈধ টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিদেশে পাচার করেছেন। এগুলো বের করে বিচারের আওতায় আনতে হবে। যাবে ভবিষ্যতে কেউ আর অনিয়ম দূর্নীতি করার সাহস পায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়