শিরোনাম
◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে ◈ ঢাকায় শীতের আগমন, তাপমাত্রা নেমে ২০ ডিগ্রি সেলসিয়াসে ◈ বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও নিষেধাজ্ঞার ভয় নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আব্দুর রাজ্জাক আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের টিম ডিরেক্টর 

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ দ‌লের সা‌বেক স্পিন বোলার আব্দুর রাজ্জাক বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন।  পরবর্তীতে নির্বাচকের চাকরি ছেড়ে হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। বর্তমান নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন রাজ্জাক। 

এবার আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ‘টিম ডিরেক্টর’ হিসেবে কাজ করবেন দে‌শের সাবেক এই স্পিনার।
বাংলাদেশ জাতীয় দলের ভালো-মন্দের বিষয়গুলো দেখভাল করে ক্রিকেট অপারেশন্স কমিটি। 

কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় আধুনিক ক্রিকেটের সঙ্গে চাহিদা মেলাতে পারছেন না নাজমুল আবেদিন ফাহিম! এমন অভিযোগের প্রেক্ষিতেই আমিনুল ইসলাম বুলবুল, রাজ্জাক, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটকে নিয়ে ছায়া কমিটি গঠনের কথা ভাবছে বিসিবি।

গণমাধ্যমে এমন গুঞ্জন থাকলেও এখনো এমন কোনো কমিটি গঠন করেনি বোর্ড। ছায়া কমিটি গঠন না করলেও আয়ারল্যান্ড সিরিজে নতুন করে টিম ডিরেক্টর নিয়োগ দিয়েছে বিসিবি। 

নাজমুল হাসান পাপনের বোর্ডের সময় বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি বিশ্বকাপেও একই ভূমিকায় ছিলেন তিনি। বেশ কয়েকবার তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ছাড়া কোচের সঙ্গে দুরত্বের বিষয়টিও স্পষ্ট ছিল। টিম ডিরেক্টর হিসেবে রাজ্জাকের ভূমিকা কেমন হবে সেটা নিশ্চিত করেছেন তিনি নিজেই।

রাজ্জাক বলেন, ‘আসলে আমি চেষ্টা করব এভাবে থাকার জন্য যে আমি ইনপুট দিবই এরকম না। যদি ওরা প্রয়োজন মনে করে অবশ্যই আমার কিছু ইনপুট থাকবে ওইখানে।

 আর যদি ওরা মনে করে আমার ইনপুট না হলে ভালো হবে বা চলবে অথবা আমি যদি ফিল করি কোনো ধরনের সমস্যা হচ্ছে তাহলে তাদের সঙ্গে আলোচনা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়