শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে আজ মুখোমুখি বাংলা‌দেশ ও আফগা‌নিস্তান

নিজস্ব প্রতি‌বেদক : ক'‌দিন আ‌গেই টি-‌টোয়ে‌ন্টি সি‌রি‌জে আফগা‌নিস্তান‌কে হোয়াইটওয়াশ ক‌রে‌ছি‌লো বাংলা‌দেশ। এবার টাইগার‌দের সাম‌নে ওয়ান‌ডে সি‌রি‌জ। আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে এই সি‌রিজ জ‌য়ে দৃঢ় প্রত‌্যয়ী মে‌হেদী হাসান মিরা‌জের দল।

আরব আ‌মিরা‌তে বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানিস্তান। আজ বুধবার (৮ অক্টোবর) আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলা‌দেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচে দুদলই খেলবে নতুন অধিনায়কের নেতৃত্বে। 

বাংলাদেশকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি সিরিজ না খেলা মেহেদী হাসান মিরাজ। আর আফগানদের নেতৃত্বে দেখা যাবে হাসমতউল্লাহ শাহিদীকে। টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাট করা সাইফ হাসান জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলেও। খেলবেন নাজমুল হোসেন শান্ত। 

তবে মিডল অর্ডারে জায়গা পেতে লড়াই হবে তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহানের মধ্যে। পেস অ্যাটাকে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। আর স্পিনে মিরাজ-রিশাদের সঙ্গী হতে পারেন তানভীর ইসলাম।

বিপরীতে ৮ মাস পর ওয়ানডে খেলতে নামা আফগান দলেও আসবে বেশ কিছু পরিবর্তন। ইতোমধ্যে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার মোহাম্মদ সেলিম। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার বিলাল সামি।

ওডিআইতে আফগানদের বিপক্ষে ১৯বারের লড়াইয়ে ১১টি জয় বাংলাদেশের। দুদলের মুখোমুখি সবশেষ ৫ ম্যাচের ৩টিতে জয় পেয়েছে টাইগাররা।

আফগানদের বিপক্ষে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগাররা। জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় কোচ ফিল সিমন্সের শিষ্যরা। ত‌বে আফগা‌নিস্তানও টাইগার‌দের ছে‌ড়ে দে‌বে না। টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ হা‌রের বদলা তো নি‌তে চাই‌বে আফগানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়