শিরোনাম
◈ জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের ◈ পে স্কেল কাঠামোর বাইরে রয়েছেন যারা ◈ শীঘ্রই ফিরবেন শেখ হাসিনা, কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন তারেক রহমান, কে আগে ফিরবেন: গোলাম মাওলা রনি ◈ এবার বিদেশি ইউটিউবার মোহাম্মাদপুরের ভয়াবহতার চিত্র তুলে ধরলো (ভিডিও) ◈ আফগা‌নিস্তান‌কে হোয়াইটওয়াশ করে ছাড়‌লো বাংলা‌দেশ ◈ প্রস্তাবিত রোডম্যাপ: গাজা থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ ◈ জনপ্রশাসনে বড় পরিবর্তন: উপসচিব থেকে সচিব পর্যন্ত নতুন কাঠামো ◈ বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্র দলগুলো, চলছে দর-কষাকষি ◈ বাংলাদেশ ব্যাংকের ১৯ কর্মকর্তার তথ্য চেয়েছে দুদক ◈ ‌বি‌সি‌বির নির্বাচন সোমবার, ক্রীড়া উপদেষ্টা খেলাধুলার জন‌্য পর্যাপ্ত সময় ব‌্যয় ক‌রেন: বুলবুল

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফগা‌নিস্তান‌কে হোয়াইটওয়াশ করে ছাড়‌লো বাংলা‌দেশ

নিজস্ব প্রতি‌বেদক : অ‌ধিনায়ক র‌শিদ খান শেষ ম‌্যাচ‌টি জি‌তে ‌দে‌শের মান রক্ষা কর‌বেন। কিন্তু কা‌জের কাজ‌টি কর‌তে পার‌লেন না। হে‌রে গে‌লেন। বাংলা‌দে‌শের কা‌ছে এ‌নি‌য়ে টানা তিন ম‌্যাচ হে‌রে হোয়াইটওয়াশ হ‌য়ে‌ছে তার দল আফগা‌নিস্তান।

ত‌বে সি‌রি‌জের তৃতীয় ও শেষ ম‌্যাচ‌টি ভা‌লো খেল‌তে পা‌রে‌নি আফগা‌নিস্তান।বাংলা‌দেশ‌কে তারা লক্ষ্য দি‌য়ে‌ছে ১৪৪। আধুনিক টি-টোয়েন্টিতে এ লক্ষ্য আর এমন কী? দলটা বাংলাদেশ বলেই ভয় সবার মনে। তবে কোনো ভুল করেনি জাকের আলী অনিকের দল। তৃতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে তারা। 

বিদেশের মাটিতে প্ররথমবারের মতো রশিদ খানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পাশাপাশি হোয়াাইটওয়াশও  করলো বাংলাদেশ। 

ছোট লক্ষ্য তাড়ায় ধীরগতিতে শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও  পারভেজ হোসেন ইমন। দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। ১৬ বলে ১৪ রান করে ফেরেন ইমন।

এরপর তামিমের সাথে ৫৫ রানের জুটি গড়েন সাইফ হাসান। ৩৩ বলে ৩৩ রান করে ফেরেন তামিম। তবে দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন সাইফ।  এদিন ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন তিনি। ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসটিতে ৭ ছক্কার পাশাপাশি মেরেছেন দুটি বাউন্ডারি। শেষ সাইফকে সঙ্গ দেওয়া নুরুল হাসান সোহান অপরাজিত ছিলেন ৯ বলে ১০ রানে।

এর আগে প্রথমে ব্যাট করে টাইগার বোলারদের তোপে ১৪৩ রানে থামে আফগানিস্তান। 

অথচ সেদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলির ব্যাটে বড় সংগ্রহের পথে ছিল আফগানিস্তান। ২৩ বলে ১টি করে বাউন্ডারি ও ছক্কাশ ২৮ রান করেছেন আতাল। রাসুলি খেলেছেন দায়িত্বশীল ইনিংস। ২৯ বলে ৩৩ রান করেছেন রাসুলি। ১৮ বলে ২৩ রান এসেছে মুজিবুর রহমানের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুটি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়